logo
photo

শেষ হলো ৩৬ তম  জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

২৯ নভেম্বর, ২০২০   |   joyjatra.tv

নরসিংদি জেলা ক্রীড়া সংস্থা জুনিয়র এ্যাথলেটিক্স

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বয়স ভিত্তিক ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা গত শুক্রবার শুরু হয়ে শেষ হয় শনিবার।  

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।

আয়োজনের  শেষে নরসিংদি জেলার টিম ম্যানেজার, বাংলাদেশ জেল পুলিশের কোচ বজ্র গোপাল শাহ এর কাছে তার টিম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার নরসিংদি জেলা টিম যেখানে ছেলেদের ক্যাটাগরিতে সবাইকে পেছনে ফেলে ৪০০মি.ইভেন্টে স্বর্ণ জিতে নেন, নরসিংদির ছেলে নাজমুল ইসলাম, ওয়ালিউল্লাহ ফাহিম ডিসকাস থৈতে স্বর্ণ জিতে নেন।

ওমর ফারুক ২০০ মি. দৌডে সিলভার জিতেন এ ছাড়াও ৪০০ মিটার রিলে দৌডে তারা স্বর্ণ জিতে নেন। যেখানে দুদিনে ২২টি ক্যাটাগরিতে নিষ্পত্তি হয় ৬৬টি পদকের খেলা।


নামাজের সময়সূচি

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩