logo
photo

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক : হাসপাতালে ভর্তি

১৬ নভেম্বর, ২০২০   |   joyjatra.tv

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।  সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।  
বিষয়টি নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিল আহমেদ। তিনি বলেছেন, নায়ক ফারুকের শারীরিক অবস্থা ভালো আছে। তার আরও কিছু অসুস্থতা রয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই তিনি ভর্তি হয়েছেন। তাকে কেবিনে রাখা হয়েছে।
নায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষিক্ত হন। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।
এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সফল নায়কদের একজন হিসেবে স্বীকৃত। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ (গুলশান) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


নামাজের সময়সূচি

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩