logo
photo

কাতারে ‘ব্রেস্ট ক্যান্সার’ সচেতনতায় সেমিনার

২৬ অক্টোবর, ২০২০   |   joyjatra.tv

কাতারে ‘ব্রেস্ট ক্যান্সার’ সচেতনতায় সেমিনার

কাতারে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক সেমিনার করেছে বাংলাদেশি ডাক্তারদের পরিচালিত নাছিম আল রাবি মেডিকেল সেন্টার। অভিবাসী নারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি নারীরাও অংশ নেন এ সেমিনারে। আতঙ্ক বা লজ্জা নয় সচেতনতাই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের অন্যতম হাতিয়ার বলছেন প্রবাসী বাংলাদেশি ডাক্তাররা।

বিশ্ব ব্রেস্ট ক্যানসার দিবস উপলক্ষে রোববার ২৫ অক্টোবর সচেতনতামূলক সেমিনার আয়োজন করে কাতার নাছিম আল রাবি মেডিকেল সেন্টার। এ সময় ব্রেস্ট ক্যান্সার পরিস্থিতি, এর প্রতিরোধ, ও চিকিৎসা সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সেমিনারে অংশ নেয়া অভিবাসী ও বাংলাদেশি নারীরা।

ভয় কিংবা আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়া সম্ভব বলে জানান, বাংলাদেশি এ চিকিৎসক। ব্রেস্ট ক্যান্সার এক নীরব ঘাতক, বিশ্বব্যাপী মরণঘাতী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিনে দিনে বাড়ছে।

গবেষকরা বলছেন, একমাত্র গণসচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।


নামাজের সময়সূচি

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩