logo
photo

বায়তুল মোকাররমে ঈদের ১ম জামাত সকাল ৭টায় : জামাত হবে মোট ৬টি

৩১ জুলাই, ২০২০   |   joyjatra.tv

বায়তুল মোকাররমে ঈদের ১ম জামাত সকাল ৭টায় : জামাত হবে মোট ৬টি

এবার পবিত্র ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে । প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ৫০ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল পৌনে ৯টায় তৃতীয় জামাতে ইমাম থাকবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এ ছাড়া সকাল ৯টা ৩৫ মিনিটে চতুর্থ জামাতে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, সাড়ে ১০টায় পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান এবং সকাল ১১টা ১০ মিনিটে ষষ্ঠ ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মাওলানা আব্দুর রব মিয়া।  


নামাজের সময়সূচি

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩