logo
photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুইজন দগ্ধ

৩১ জুলাই, ২০২০   |   joyjatra.tv

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুইজন দগ্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কমপ্রেসার রুমে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডুবাইরচর এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশের পাশে ওই ফিলিং স্টেশনে কমপ্রেসার রুমে বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয় ।

সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে দগ্ধ হয় ।

কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে । অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ জানা যাবে । 


নামাজের সময়সূচি

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩