logo
photo

ফটিকছড়িতে করোনা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের

২৮ মে, ২০২০   |   joyjatra.tv

ফটিকছড়িতে করোনা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের

ফটিকছড়িতে মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে অস্থায়ী "কোভিড হাসপাতাল" নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান, দানবীর ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷ 

সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চুক্তিপত্র সম্পাদন হলে এ কোভিড হাসপাতালের নির্মাণ কাজ আরম্ভ হবে বলে জানাগেছে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের একক অর্থায়নে ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পরিচালনায় "ডক্টর মাহমুদ হাসান কোভিড-১৯ হাসপাতাল" নির্মাণ করার পরিকল্পনা করছেন আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷ 

ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিনের কাছে "কোভিড হাসপাতাল" নির্মাণে অনুমতি এবং দাপ্তরিক সহযোগীতার জন্য আবেদনপত্র হস্তান্তর করেছেন ৷ 

এ বিষয়ে মুখপাত্র আহমেদ এরশাদ খোকন বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ মহোদয়ের পক্ষ থেকে ফটিকছড়ির সম্মানিত ইউএনও মহোদয়কে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলহাজ্ব আজম উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত আবেদনপত্র তুলে দেয়া হয়েছে ৷ এখানে আমাদের ফাউন্ডেশনের নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী কিছু শিথিল শর্ত দেয়া হয় এবং করোনা রোগীদের চিকিৎসা প্রদানে চিকিৎসক ও মেডিসিন সরবারহের বিষয়ে সহযোগীতা কামনা করা হয় ৷ এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ফাউন্ডেশনের সাথে একমত পোষণ করলে আমরা "ড. মাহমুদ হাসান কোভিড-১৯ হাসপাতাল" নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারব ৷ পাইন্দং, ফটিকছড়ি পৌরসভা, নানুপুর ও বখতপুর ইউনিয়নে মরহুম ড. মাহমুদ হাসান কলেজ, বিদ্ধাশ্রম, হাসপাতাল, শপিং মহল ও বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভূমি ক্রয় করেছিলেন ৷ এসব ভূমির মধ্যে যেকোন একটিতে "ড. মাহমুদ হাসান কোভিড-১৯ হাসপাতাল" নির্মাণের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে বলেও জানান এরশাদ খোকন ৷

তিনি আরো বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ মহোদয়ের ইচ্ছা রয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে দাপ্তরিক, প্রশাসনিক ও সার্বিক সহযোগীতা পেলে একমাসের মধ্যে হাসপাতাল নির্মাণ কাজ শেষ করা হবে ৷ 

জানাগেছে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরিত আবেদনের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিভিল সার্জেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাসপাতালের জন্য প্রস্তাবিত ভূমি এলাকার জনপ্রতিনিধিকে দেয়া হয় ৷ 

এদিকে, প্রস্তাবিত এই কোভিড হাসপাতাল নির্মাণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সর্বত্রে প্রশংসিত হতে থাকেন আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷


নামাজের সময়সূচি

সোমবার, ১৩ জুলাই, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩